চিরিরবন্দরে লোহার নতুন কুপ খননের উদ্বোধন
চিরিরবন্দর প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে নতুন লোহার খনি অনুসন্ধানে খনির অবস্থান চিহ্নিত করে কুপ খননের উদ্ধোধন করেছেন বাংলাদেশ ভূ-তাত্বিক জরিপ অধিদপ্তর-জিএসবি। উপজেলার ১০নং পুনট্রি ইউনিয়নের কেশবপুর মৌজায় শুক্রবার বিকেলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই কুপ খননের উদ্ধোধন করেন ভূ-তাত্বিক জরিপ অধিদপ্তর-জিএসবি‘র মহাপরিচালক ড. মোঃ শের আলী।
এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান তারিকুল ইসলাম তারিক, উপজেলা নির্বাহী অফিসার আয়েশা সিদ্দীকা, সহকারী কমিশনার (ভূমি) ইরতিজা হাসান, জিএসবির ডিরেক্টর মো. মইনউদ্দিন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপ পরিচালক(ড্রিলিং প্রকৌশলী) মোঃ মাসুদ রানা, সহকারী পরিচালক(ড্রিলিং প্রকৌশলী) মোঃ রোকনুজ্জামান, চিরিরবন্দর থানার ওসি (তদন্ত) মো. রইচ উদ্দিন, পুনট্রি ইউপি চেয়ারম্যান নুর এ কামাল প্রমূখ।
দিনাজপুরের চিরিরবন্দরে নতুন লোহার খনি অনুসন্ধানে খনির অবস্থান চিহ্নিত করে কুপ খননের উদ্ধোধন করেছেন বাংলাদেশ ভূ-তাত্বিক জরিপ অধিদপ্তর-জিএসবি। উপজেলার ১০নং পুনট্রি ইউনিয়নের কেশবপুর মৌজায় শুক্রবার বিকেলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই কুপ খননের উদ্ধোধন করেন ভূ-তাত্বিক জরিপ অধিদপ্তর-জিএসবি‘র মহাপরিচালক ড. মোঃ শের আলী।এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান তারিকুল ইসলাম তারিক, উপজেলা নির্বাহী অফিসার আয়েশা সিদ্দীকা, সহকারী কমিশনার (ভূমি) ইরতিজা হাসান, জিএসবির ডিরেক্টর মো. মইনউদ্দিন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপ পরিচালক(ড্রিলিং প্রকৌশলী) মোঃ মাসুদ রানা, সহকারী পরিচালক(ড্রিলিং প্রকৌশলী) মোঃ রোকনুজ্জামান, চিরিরবন্দর থানার ওসি (তদন্ত) মো. রইচ উদ্দিন, পুনট্রি ইউপি চেয়ারম্যান নুর এ কামাল প্রমূখ।