যা কিছু সুন্দর তার মাঝেই চিরিরবন্দর
আপনার কল্পনার চাইতেও একটু ভিন্ন একটু আলাদা, একটু বেশি বেশি যদি কিছু হয়, সেটাই হচ্ছে চিরিরবন্দর উপজেলা, এখানে ধর্ম, রাজনীতি, শিক্ষা, কৃষি, বানিজ্য, সংস্কৃতি, প্রাচীন নির্দশন, প্রাকৃতিক সৌন্দর্য, শৃঙ্খলা, বিশৃঙ্খলা, অপরাধ, মানবতা, যে বিষয়েই নজর দিবেন সেদিকেই একটু এগিয়ে থাকবে অন্যদের তুলনায়- তাহলে আর দেরি কেনো চলুন ঘুরে দেখি দেশের বৃহত্তম উপজেলা চিরিরবন্দর।
M.A.Chowdhory
1 min read
চিরিরবন্দর উপজেলা বর্তমানে শিক্ষার জন্য দেশের সর্বত্র সুনাম ও খ্যাতি অর্জন করেছে, কারন বর্তমান সময়ে দেশের ৬৪ জেলার কোথাও কোন উপজেলাতে এতো পরিমানে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেনি যেমনটা বিগত কয়েক বছরের ব্যবধানে এখানে গড়ে উঠেছে। প্লে-গ্রুপ থেকে শরু করে ইন্টারমিডিয়েট পর্যন্ত, বাংলা ইরেজি আরবি সকল বিষয়ে আলাদা আলাদা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। আর এই শিক্ষানগরি গড়ে তোলার শুরুটা করেন চিরিরবন্দরের সুযোগ্য সন্তান বীর মুক্তিযোদ্ধা জনাব অধ্যাপক ডাঃ এম আমজাদ হোসেন। তার প্রতিষ্ঠিত এবি ফাউন্ডেশনের মাধ্যমেই চিরিরবন্দর যাত্রা শুরু করে শিক্ষার নতুন মাইল ফলক রচনার দিকে।
বর্তমানে চিরিরবন্দরের আরও এক কৃতি সন্তান অধ্যক্ষ মোঃ মমিনুল ইসলাম এর হাতে গড়া আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুল দিনাজপুর সহ উত্তরবঙ্গের সকল জেলায় সুনাম অর্জন করেছে। সেই সাথে ছোটবড় আরও অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান তাদের স্ব-স্ব মহিমায় গৌরবান্বিত। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান টিকে থাকার জন্য তাদের শিক্ষার মান যাতায়াত আবাসন সকল কিছু দিনের পর দিন ডিজিটালাইজ ও নানা রকম ভাবে উন্নতী সাধন করছে। এই সকল স্কুলে শিক্ষক নির্বাচনেও রয়েছে প্রতিটি প্রতিষ্ঠানের নিজেস্ব কিছু ইউনিক টেকনিক যাতে বাচ্চাদের মেধা ও শারীরবৃত্তীয় বিষয় একই সাথে সঠিক ভাবে বেড়ে উঠতে পারে। আমরা আমাদের সাইটে শিক্ষা ক্যটাগরিতে প্রায় সকল শিক্ষা প্রতিষ্ঠানের নাম ও ছবি সংবলিত করার চেষ্টা করেছি।


Address
3721 Single Street
Quincy, MA 02169
Contacts
123 456 7890
info@tixly.com