চিরিরবন্দর পরিক্রমাঃ দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘ম্যুরাল’ স্থাপন করা হয়েছে। নান্দনিকতা ও স্থাপত্যশৈলীর ছোঁয়ায় টাইলস দিয়ে এ ম্যুরালটি ইউএনও কার্যালয়ের সামনে ও বঙ্গবন্ধু হলের রৌদ্র ছায়ার প্রবেশমুখে স্থাপন করা হয়েছে। বিশেষ দিনগুলোতে জাতির পিতার এই ম্যুরালে শ্রদ্ধা জানাতে ফুল দেওয়ার ব্যবস্থায় এর সামনে রাখা হয়েছে বেদি। বুধবার ডিসেম্বর সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই ম্যুরালটির উদ্ধোধন করেন অর্থ মন্ত্রালয়ের স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি।
এসময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আয়েশা সিদ্দীকা, সহকারী কমিশনার(ভূমি) ইরতিজা হাসান, উপজেলা কৃষি অফিসার মোঃ মাহমুদুল হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ লায়লা বানু, প.প কর্মকর্তা ডা. আজমল হক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আয়ুবর রহমান শাহ্, সাধারন সম্পাদক আহসানুল হক মুকুল, মৎস কর্মকর্তা পূরবী রাণী রায়, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড মোঃ মমিনুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মোঃ মুইনুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ রুনা পারভিন, খাদ্য নিয়ন্ত্রক সুদেব কুমার দাস, অফির্সাস ইনচার্জ সুব্রত কুমার সরকার, চিরিরবন্দর উপজেলা ফায়ার সার্ভিস ইনচার্জ সরোয়ার হোসেন, আনসার ও ভিডিপি কর্মকর্তা আব্দুর রাজ্জাক, ইউপি চেয়ারম্যানবৃন্দ, উপজেলা পরিষদের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দসহ উপজেলা আওয়ামীলীগের সকল অঙ্গ-সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।